এক্সপ্লোর
৭টায় বাংলা: নিউ নর্মালে করোনা বিধি মেনে চলছে ঠাকুর দেখা, সুরুচি সংঘে উধাও চেনা ভিড়
নিউ নর্মালে করোনা বিধি মেনে চলছে ঠাকুর দেখা। অনেক দর্শনার্থীকে দেখা গিয়েছে মুখে মাস্ক আর হাতে স্যানিটাইজার নিয়ে ঘুরতে। এদিকে, জীবনবোধের সেরা শারদ আনন্দ সম্মান পেল দক্ষিণ কলকাতার হিন্দুস্তান ক্লাব। এ বছর তাদের ভাবনা প্রাণবায়ু। পাশাপাশি পার্ক সার্কাস সর্বজনীনে রীতি মেনে চলছে মায়ের অধিবাস পুজো ও বরণ। অন্যদিকে ষষ্ঠীর সন্ধ্যায় ভিড় নেই বললেই চলে সুরুচি সংঘের পুজোতে। একই অবস্থা জেলার পুজোতেও।






























