৭টায় বাংলা (Seg 1): আনিস-মৃত্যুর প্রতিবাদে অশান্ত পাঁচলা, 'ছেলের ন্যায়বিচার চাই', আর্তি আনিস খানের বাবার | Bangla News
আনিস মৃত্যুর প্রতিবাদে বাম ছাত্র-যুব সংগঠনের এসপি অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পাঁচলা। মিছিল রোখার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয়। ইটের আঘাতে আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। ভাঙচুর করা হল পুলিশের গাড়ি। বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
‘হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে আনিস হত্যাকাণ্ডের তদন্ত করছে সিট। কিন্তু আমতা থানা ও এসপি অফিসে রোজ হিংসাত্মক আন্দোলন করা হচ্ছে। তদন্তকে ভুল পথে চালনা এবং বিলম্ব করার চেষ্টা চলছে’, ফেসবুক পোস্টে অভিযোগ রাজ্য পুলিশের (West Bengal Police)।
আজকের এই ঘটনায় প্রিজন ভ্যানে ওঠার আগে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, "মিছিল থেকে ইট ছোড়া হয়নি। আমাদের কর্মীরা অসুস্থ হয়েছেন। পুলিশ উত্তেজনা তৈরি করেছে।"
এপ্রসঙ্গে বাম নেতা বিমান বসু বলেন, "লাঠিচার্জ করছে, কাঁদানে গ্যাস ফাটাচ্ছে কারণ কোনও জবাব দিতে পারছে না। মানুষের কাছে বলার কিছু নেই।"
বামেদের এই কর্মসূচিকে কটাক্ষ করে কুণাল ঘোষ বলেন, "মিটিং মিছিল বড় বড় কথার যৌক্তিকতা কোথায়? হাইকোর্ট তো সব পক্ষ শুনেই সিটের তদন্তকে সমর্থন করেছে। দেউলিয়া রাজনীতি।"
আজকের এই ধুন্ধুমার নিয়ে আনিস খানের (Anish Khan) বাবা বলেন, "আমি অশান্তি চাইনি, চাইব না। দেশবাসী কী করছে না করছে তা আমি জানি না। আমি আমার ছেলের জন্য ন্যায়বিচার চাই।"