৭টায় বাংলা (Seg 1): ৩২ শতাংশ পজিটিভিটি রেট নিয়ে দেশে শীর্ষে বাংলা, উদ্বিগ্ন কেন্দ্র | Bangla News
বাংলার করোনা (Corona) পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। 'পজিটিভিটি রেটে দেশের মধ্যে শীর্ষে বাংলা। ৩২ শতাংশ পজিটিভিটি রেট নিয়ে দেশে শীর্ষে বাংলা। অ্যাক্টিভ কেসে দেশে দ্বিতীয় স্থানে বাংলা। জেলাভিত্তিক পজিটিভিটি রেটে ২ নম্বরে কলকাতা (Kolkata)। কলকাতায় সপ্তাহে ৬০ শতাংশের বেশি পজিটিভিটি। কলকাতায় এক সপ্তাহেই ৬৩ হাজারের বেশি করোনা আক্রান্ত', বাংলার করোনা পরিস্থিতি নিয়ে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
এদিকে, করোনার (Corona) উপসর্গ থাকলে করতেই হবে পরীক্ষা। অতিরিক্ত কোমর্বিডিটি থাকলে সংস্পর্শে এলেই করতে হবে টেস্ট। অতিরিক্ত কোমর্বিডিটি না থাকলে উপসর্গহীনদের টেস্টের প্রয়োজন নেই, করোনা টেস্ট নিয়ে জানিয়ে দিল আইসিএমআর (ICMR)।
ভ্যাকসিনের ২টি ডোজ না নেওয়া থাকলে গঙ্গাসাগরগামী পুণ্যার্থীদের বাসে উঠতে দেওয়া হবে না। আজ সকাল থেকেই বাবুঘাটে (Babughat) এ নিয়ে প্রচার চালায় পুলিশ। যে সব কাউন্টার থেকে বাসের টিকিট বিক্রি করা হচ্ছে, সেখানে গিয়ে সতর্ক করে দেন পুলিশকর্মীরা। গোটা ব্যবস্থা তদারকি করার জন্য আজ বাবুঘাটে হাজির ছিলেন কলকাতা পুলিশের (Kolkata Police) উচ্চপদস্থ আধিকারিকরা। পুলিশের তরফে জানানো হয়, যাঁদের ভ্যাকসিনের একটি ডোজ নেওয়া আছে, তাঁদের বাবুঘাটেই দ্বিতীয় ডোজ দেওয়ার ব্যবস্থা হয়েছে। তবে আজ সকালে বাবুঘাটে দেখা যায় থিকথিকে ভিড়। অনেকের মুখেই মাস্ক নেই। মাস্ক না পরার কারণ হিসেবে শোনা যাচ্ছে বিচিত্র সব অজুহাত।
এদিকে, খাঁচা পাতার ১২ ঘণ্টার মধ্যে বাঘবন্দি খেলা শেষ। স্বস্তি ফিরল দক্ষিণ ২৪ পরগনার গোসাবার বালিতে। বন দফতর সূত্রে খবর, শারীরিক পরীক্ষার পর পূর্ণবয়স্ক বাঘটিকে জঙ্গলে ছাড়া হবে।