৭টায় বাংলা (Seg 1): আসন্ন শিলিগুড়ি পুরনির্বাচনে প্রার্থী হলেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য | Bangla News
কলকাতা পুরসভার (KMC) মেয়র (Mayor) পদে শপথ নিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাঁর সঙ্গেই শপথ নিলেন ডেপুটি মেয়র, চেয়ারপার্সন এবং মেয়র-পারিষদরা। শপথ বাক্য পাঠ করালেন পুরসভার প্রোটেম চেয়ারম্যান রাম পিয়ারি রাম। ডাকলেই যাঁকে পাওয়া যায়, তিনিই আসল কাউল্সিলর, শপথ নেওয়ার পরে বললেন কলকাতার নতুন মেয়র। বললেন প্রত্যেক ৬ মাসে হবে রিপোর্ট কার্ড। 'আমরা চাই বিরোধীদের সঙ্গে সহযোগিতা করুন নতুন মেয়র', বললেন বাম কাউন্সিলর মধুছন্দা দেব।
এদিকে, শিলিগুড়ি (Siliguri Municipal Corporation) পুরনির্বাচনে লড়ছেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)। ৬ নম্বর ওয়ার্ড থেকে লড়ছেন সিপিএম নেতা। প্রথম দফায় ৩৪ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামফ্রন্ট। দল বলায় ভোটে লড়ার ব্যাপারে সিদ্ধান্ত পরিবর্তন, জানালেন অশোক ভট্টাচার্য। কংগ্রেসের (Congress) সঙ্গে এখনও আলোচনা চলছে তাই কয়েকটি আসনে এখনও প্রার্থী ঘোষণা হয়নি।
ভোট পরবর্তী (Post Poll Violence) হিংসার তদন্ত মামলায় ফের নতুন এফআইআর (FIR) দায়ের করল সিবিআই (CBI)। হাওড়ার উলুবেড়িয়ায় বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগের তদন্তও করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইতিমধ্যেই নির্যাতিতার সঙ্গে কথা বলেছেন তাঁরা।
শিয়ালদহ-রাণাঘাট-লালগোলা (Sealdah-Ranaghat-Lalgola) রুটে নতুন মেমু (MEMU) রেকের উদ্বোধন হল আজ। ট্রেনের দুটি মহিলা কামরায় নিরাপত্তার বিশেষ ব্যবস্থা রয়েছে। বাড়তি সুরক্ষা ব্যবস্থায় খুশি মহিলা যাত্রীরা। এছাড়াও অত্যাধুনিক এই রেকে রয়েছে জিপিএস ব্যবস্থা (GPS), সিসি ক্যামেরা।