৭টায় বাংলা (Seg 2): কিছুটা কমে রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩ হাজার ৬০৮ জন | Bangla News
রাজ্যে টানা ১৩দিন তিরিশের উপরেই করোনায় (Corona) মৃত্যু। রাজ্যে একদিনে করোনায় ৩৬জনের মৃত্যু। রাজ্যে একদিনে ৩ হাজার ৬০৮জন করোনা আক্রান্ত। রাজ্যে দৈনিক সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে উঃ ২৪ পরগনা। শুধু উত্তর ২৪ পরগনাতেই একদিনে করোনায় ১৪জনের মৃত্যু। উঃ ২৪ পরগনায় একদিনে করোনায় ৫২৪জন সংক্রমিত। কলকাতায় একদিনে ৮জনের মৃত্যু, ৪২৩জন সংক্রমিত। দঃ ২৪ পরগনায় একদিনে ৪১১জন সংক্রমিত, ৪জনের মৃত্যু। নদিয়ায় একদিনে ৩জনের মৃত্যু, ২৩২জন করোনা সংক্রমিত। রাজ্যে কমল করোনার পরীক্ষা, কিছুটা বাড়ল পজিটিভিটি রেট। সতর্কতায় ঢিলেমি দিলে চলবে না, সব রাজ্যকে বার্তা কেন্দ্রের।
আরটিপিসিআরের (RTPCR) খরচ কমালো রাজ্য সরকার। ৯৫০ টাকার পরিবর্তে ৫০০ টাকা করা হল আরটিপিসিআরের খরচ। ৫০০ টাকার বেশি নেওয়া যাবে না আরটিপিসিআরের চার্জ। পরীক্ষার কিট ও অন্যান্য সরঞ্জামের বাজারদর কমায় খরচ কমানোর নির্দেশ, নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য কমিশন (State Health Commission)।
নিউ দিঘার (New Digha) হোটেলে ভয়াবহ আগুন। আতঙ্কে পর্যটকদের মধ্যে হুড়োহুড়ি। ছাদ থেকে পিলার বেয়ে নীচে নেমে প্রাণে বাঁচলেন পর্যটকরা। হোটেলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না বলে দাবি দমকলের। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনার পর হোটেল সিল করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
মালদার (Malda) রতুয়ায় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান ঘিরে ব্লক সভাপতির সঙ্গে তৃণমূল জেলা নেতৃত্বের দ্বন্দ্ব সামনে চলে এল। ১০০ মিটারের মধ্যে দু’ জায়গায় তৃণমূলের ব্যানারে হল অনুষ্ঠান। আর এই নিয়ে দুই শিবিরের মধ্যে শুরু হয়েছে তরজা। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।