৭টায় বাংলা (Seg 2): আসানসোলে পুরভোটের প্রচারে ফের বিধিভঙ্গের অভিযোগ দিলীপ ঘোষের বিরুদ্ধে | Bangla News
ফের প্রচারে বিধি ভাঙার অভিযোগ উঠল দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিরুদ্ধে। আজ সকালে পশ্চিম বর্ধমানের আসানসোল পুরসভার ৫৭ নম্বর ওয়ার্ডে বড়তোড়িয়ায় চায়ে পে চর্চায় যোগ দেন তিনি। প্রচারে ভিড় হলেও দিলীপের দাবি, তাঁরা ৫ জনই এসেছেন। বাড়তি লোক এসেছে রাস্তায়। যদিও এ নিয়ে দিলীপকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
এদিকে, নন্দীগ্রামে তৃণমূলের অঞ্চল সম্মেলনেই কোভিড বিধি লঙ্ঘনের ছবি! অনেকের মুখে দেখা গেল না মাস্ক! ছিল না দূরত্ববিধিও! আর এ নিয়েই তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। যদিও তৃণমূলের দাবি, বিধি মেনেই করা হয়েছে সম্মেলন।
অন্যদিকে, পূর্ব রেলে দ্রুত ছড়াচ্ছে করোনার সংক্রমণ। পূর্ব রেলে ৪ হাজারের বেশি কর্মী করোনা আক্রান্ত। ৪ হাজারের বেশি কর্মীর অধিকাংশই রয়েছেন হোম আইসোলেশনে। রেলের বেশ কয়েকজন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীও সংক্রমিত।
পাশাপাশি, বিবেকানন্দের ১৬০তম জন্মদিনে বাগবাজারে মায়ের বাড়িতে প্রতিষ্ঠিত হল তাঁর পূর্ণাবয়ব মূর্তি। বলরাম মন্দিরেও পালিত হল স্বামীজির জন্মদিন। ছিল যুগপুরুষের জীবন ও বাণী নিয়ে আলোচনা।