৭ টায় বাংলা: ‘উত্তরবঙ্গে কাজ করেও মূল্য নেই’, আক্ষেপ মমতার, কোচবিহার-পুরুলিয়ায় বিজেপিতে ভাঙন, অন্য খবর
উত্তরবঙ্গে প্রচুর কাজ হয়েছে। কিন্তু কাজের মূল্য নেই। কম কাজ করে দাঙ্গা লাগানো গেলে, বেশি মূল্য পাওয়া যায়। উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে নাম না করে বিজেপিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি জানান, "পশ্চিমবঙ্গে দাঙ্গা হয় কেন? অতি সম্প্রতি যেভাবে জঙ্গি ধরা পড়েছে বা মাওবাদী কার্যকলাপ বাড়ছে, তার জন্য বিজেপি দায়ি নাকি? মুখ্যমন্ত্রী প্রশাসন চালাতে পারছেন না। উনি বারংবার মিথ্যে কথা বলছেন।" সাধারণ মানুষ তাঁর মিথ্যে বিশ্বাস করবেন না, পাল্টা দিলীপ ঘোষ। অন্যদিকে দলীয় কর্মীর কাছ থেকে ১০ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ। দিঘার হোটেল থেকে গ্রেফতার বিজেপি নেতা। ধৃত রাধারঞ্জন ওরফে রাজা গোস্বামী হাওড়ার বালি এক নম্বর ব্লকের মণ্ডল সভাপতি। বিজেপি কর্মী সৌরভ পালের অভিযোগ, তাঁর বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ তুলে ১০ লক্ষ টাকা তোলা দাবি করেন দলেরই নেতা রাজা গোস্বামী। অন্যদিকে কোচবিহার ও পুরুলিয়ায় ফের বিজেপিতে ভাঙন।