বিজেপি যোগদান টালিগঞ্জের একঝাঁক অভিনেতা এবং অভিনেত্রীর, যা নিয়ে শুরু রাজনৈতিক তরজা
বিজেপিতে যোগ দিলেন টালিগঞ্জের একঝাঁক অভিনেতা এবং অভিনেত্রী। যোগ দিলেন অভিনেতা যশ দাশগুপ্ত, অভিনেত্রী পাপিয়া অধিকারী, সৌমিলি বিশ্বাস এবং ত্রমিলা ভট্টাচার্য। সূত্রের খবর পরে বিজেপিতে (BJP) যোগ দেবেন অভিনেতা হীরণ চট্টোপাধ্যায়। যোগদানের পর তিনি বলেন, "আমার সিদ্ধান্ত হঠাৎ করে নয়। আমরা বয়স কম। আর বিজেপি যুব সমাজের উপর বিশ্বাস রাখে। তাদের সুযোগ দেয়। রাজনীতি পরিবর্তনের কথা বলে। সিস্টেমের বাইরে থেকে পরিবর্তন আনা যায় না। যদি সিস্টেমকে পরিবর্তন করতে হয় তাহলে সিস্টেমের পার্ট হতে হয়।" যোগদানের পর অভিনেত্রী পাপিয়া অধিকারী (Papiya Adhikari) বলেন, "আবার আন্দোলন করব। যতদিন প্রাণ আছে আন্দোলনই করব। সোনার বাংলা গড়ার জন্য। আন্দোলন থামবে না। প্রতিপক্ষ অবশ্যই তৃণমূল (TMC)। এই দলকে গদিচ্যুত করতে বাম কংগ্রেস পারবে না। কমরেডরা শুনে রাখো, এই ভয়ঙ্কর একটা সিস্টেমের সঙ্গে লড়াই করার জন্য বড় একটা দল দরকার। আমার মনে হয়েছে বিজেপি সেই দল।" তৃণমূল ছাড়ছেন হীরণ (Hiran Chatterjee)। বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করলেন অভিনেতা। বললেন, "কিছু ফর্মালিটি বাকি।" বিজেপি (BJP) যোগের জল্পনা ওড়ালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। বিজেপি নেতা অনির্বান গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর জল্পনা শুরু হয়। "অথিতিকে স্বাগত জানানো বাংলার সংস্কৃতি। অতীতেও বিভিন্ন ক্ষেত্র ও পেশার মানুষের সঙ্গে দেখা করেছি। আমি অপরের মতামতকে গুরুত্ব দিই। অনির্বানের সঙ্গে সাক্ষাতে কোনও রাজনৈতিক জল্পনা নেই। আমি আমার কাজ তথা অভিনয়ে নজর দিতে চাই।" বিজেপিতে যোগ জল্পনার মধ্যেই ট্যুইট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। সঙ্গে দেখুন অন্য খবর।