৭টায় বাংলা (২): মৌলালিতে পুলিশের উপর হামলার ঘটনায় দীপঙ্কর সেনগুপ্তের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের
মৌলালিতে পুলিশের উপর হামলার ঘটনায় ডিওয়াইএফআই (DYFI) নেতার জেল হেপাজত হল। ধৃতের নাম দীপঙ্কর সেনগুপ্ত। ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন পুলিশের। আবেদন খারিজ করল আদালত। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে দীপঙ্কর। মারধরের ঘটনায় তালতলা থানার ওসিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের পর আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ।
ডিওয়াইএফআই (DYFI) নেতা মইদুল ইসলাম মিদ্দার মৃত্যুর তদন্ত নিয়ে লালবাজার বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। গোটা ঘটনার সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখার পক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সাতজনের তদন্তকারী দল গঠন করেছে লালবাজার।
মইদুল ইসলামের মৃত্যুর প্রতিবাদে আজ ডিওয়াইএফআই এবং এসএফআই-এর (SFI) থানার সামনে বিক্ষোভ কর্মসূচি। উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া থানার সামনে বিক্ষোভ দেখায় বাম ছাত্র যুবরা। বিক্ষোভ হয় পশ্চিম বর্ধমানের লাউদোহা থানার সামনেও। ঝাড়গ্রাম এবং ইংরেজবাজার থানা ঘেরাও করে বাম ছাত্র যুবরা। খিদিরপুরে ওয়াটগঞ্জে মিছিল কংগ্রেসের। ডিওয়াইএফআই (DYFI) নেতার মৃত্যু এবং রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগে অধীর চৌধুরীর (Adhir Chowdhury) নেতৃত্বে এই মিছিল কংগ্রেসের। সঙ্গে দেখুন অন্য খবর।