এক্সপ্লোর
৭টায় বাংলা (১): দুর্ঘটনার কবলে বাবুলের কনভয়, বিজেপিতে সৌমেন্দু-সহ কাঁথির ১৪ কাউন্সিলর
আসানসোল থেকে ফেরার পথে বাবুল সুপ্রিয়র কনভয়ে দুর্ঘটনা। আহত তাঁর আপ্তসহায়ক। জামুড়িয়ার সাতগ্রামে ঘটেছে এই দুর্ঘটনা। জানা গিয়েছে, ঘাতক গাড়ির চালক মত্ত অবস্থায় ছিলেন। তাঁকে গ্রেফতার করা হয়েছে। আটক সেই গাড়ি। যদিও এদিন ব্যক্তিগত গাড়ি চেপে কলকাতায় ফিরছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। এদিন কাঁথির সভায় সৌমেন্দু আধিকারীর সঙ্গে পুরসভার ১৪ জন বিদায়ী কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়েছেন। পুরসভার প্রশাসকের পদ থেকে অপসারণের পোর এই যোগদান।






























