৭টায় বাংলা (১): দরজা ভেঙেও শেষরক্ষা হল না, চুঁচুড়ায় করোনা আক্রান্ত বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
হুগলির চুঁচুড়ায় এক করোনা রোগী বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু। ওই মহিলা একাই থাকতেন বাড়িতে। তাঁর ছেলে-বউমা থাকতেন শহরের অন্য প্রান্তে। কয়েকদিন আগে ওই বৃদ্ধা করোনা আক্রান্ত হন। তাঁর ছেলে-বউমাও করোনা আক্রান্ত। গতকাল সকাল থেকে তাঁর আত্মীয়রা ফোনে যোগাযোগ করতে পারছিলেন না। তাঁরা তখন খবর দেন একটি স্বেচ্ছাসেবী সংস্থায়। সেই স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা গিয়ে দেখেন, মহিলা বিছানায় কাতরাচ্ছেন। এরপর তাঁকে দরজা ভেঙে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কোভিড ওয়ার্ড থেকে নিখোঁজের তিন দিনের মাথায় হাসপাতালেরই অন্য ঘর থেকে রোগীর মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য। পুরুলিয়ার হাতোয়াড়া কোভিড হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ রোগীর পরিবারের।
ফের অমানবিকতার ছবি হাওড়ার জগৎবল্লভপুরে। মৃত্যুর ৭ ঘণ্টা পরেও পড়ে করোনা আক্রান্ত বৃদ্ধের মৃতদেহ। আজ সকাল ৮টা নাগাদ বাড়িতেই মৃত্যু হয় বৃদ্ধের। থানা, পঞ্চায়েত, বিডিও অফিসে জানিয়েও হয়নি সৎকার। ঘণ্টা দুয়েকের মধ্যে দেহ সৎকারের আশ্বাস বিডিও-র।
দেশজুড়ে একইরকম টিকাকরণ করতে হবে। টিকাকরণ নিয়ে সুপ্রিম কোর্টে গেল রাজ্য। টিকাকরণ নিয়ে একটিই নীতি নিক কেন্দ্র। রাজ্যগুলির মধ্যে কোনও বৈষম্যমূলক আচরণ নয়। কোভিড ভ্যাকসিনের দাম এবং ব্যবহারে অভিন্ন নীতি নেওয়া হোক। সুপ্রিম কোর্টে আবেদন রাজ্যের।
ফের শহরে বেপরোয়া গাড়ি। এক পথচারীর মৃত্যু হয়েছে। আহত এক পুলিশ কনস্টেবল সহ আরও চারজন। গ্রেফতার দুই যুবক হুক্কাবারের মালিক। রাত পর্যন্ত হুক্কাবারে ছিলেন যুবকরা। হুক্কাবার থেকে বেরোনোর পর বচসা শুরু হয়। পুলিশ সেখানে গেলে গাড়ি নিয়ে যুবকরা পালাতে যায়। পালানোর সয় পথচারীকে পিষে দেয় গাড়ি। কনস্টেবল উদয় বিশ্বাসকে গাড়িটি ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় হাত ভাঙে কনস্টেবলের। তারপর আরও তিনটি গাড়িতে ধাক্কা মেরে পালাতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে যায়। কোভিড আবহে কেন খোলা হুক্কাবার? প্রশ্ন উঠছে। চারটি গাড়িতে ধাক্কা মারার ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। পুলিশ গাড়ির চালক রাজদীপ সহ তাঁর কয়েকজন সঙ্গীকে আটক করেছে।






























