৭টায় বাংলা (১): এবার ঘরে বসেই করোনা পরীক্ষা, কীভাবে কাজ করবে 'সেল্ফ-টেস্টিং কিট'?
এবার বাড়ি বসে নিজেই করা যাবে করোনা পরীক্ষা। আগামী সপ্তাহেই বাজারে আসছে 'সেলফ টেস্টিং কোভিড কিট'। 'ওষুধের দোকান থেকেই মিলবে করোনা পরীক্ষার কিট, দাম ২৫০ টাকা।', জানালেন আইসিএমআরের ডিজি বলরাম ভার্গব। মোবাইলে নির্দিষ্ট অ্যাপ ডাউনলোডের পর করতে হবে রেজিস্ট্রেশন। এরপর পরীক্ষা করে তথ্য আপলোড করতে হবে অ্যাপে। সেখান থেকে আইসিএমআরের ডেটাবেসে তথ্য চলে যাবে। কীভাবে কাজ করবে এই টেস্টিং কিট? দেখে নিন।
ভ্যাকসিন নিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। সরকারি কর্মীদের ভ্যাকসিন নিয়ে মোদিকে চিঠি মমতার। চিঠিতে মুখ্যমন্ত্রী বলেন, 'কেন্দ্র-রাজ্য সরকারি কর্মীদের জন্য চাই ২০ লক্ষ ডোজ। রেল, বিমানবন্দর, ব্যাঙ্ক ও ডাকঘর কর্মীদের অবিলম্বে টিকা দিতে হবে। সরকারি কর্মীদের দফতরে সাধারণ মানুষ নিয়মিত যাতায়াত করেন বলে তাঁরা সুপার স্প্রেডারের পর্যায়ে পড়েন। এই জন্যই অবিলম্বে সরকারি কর্মীদের ভ্যাকসিন দেওয়া প্রয়োজন।'
এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, টিকার অপচয় বন্ধ করাও ভীষণ জরুরি। ভ্যাকসিন নিয়ে রাজ্যগুলিকে ১৫ দিনের আগাম তথ্য দেবে কেন্দ্র। তৈরি হবে টিকা নীতি। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে বললেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গ্রামীণ এলাকায় সঠিক ভাবে উদ্যোগ নিলে করোনা রোখা সম্ভব। সংক্রমণ রুখতে গ্রামে পরীক্ষা বাড়ানোয় জোর দিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, টিম তৈরি করে গ্রামে কাজ করতে হবে। করোনার দ্বিতীয় ঢেউয়ে মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে চিন্তা রয়েছে। আক্রান্তর শারীরিক অবস্থা নিয়ে তথ্য সংগ্রহ করতে হবে।
রাজ্যজুড়ে কার্যত লকডাউনের পঞ্চম দিনের একাধিক জায়গায় দেখা গেল নিয়ম ভাঙার ছবি। বিভিন্ন জায়গায় সকাল ১০ টারর পরেও বাজার খোলা থাকার ছবি সামনে এসেছে। লাঠি হাতে রাস্তায় নামতে হয়েছে পুলিশকে।
করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যের অবস্থা স্থিতিশীল। আপাতত বাড়িতেই চলবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসা। হাসপাতালে চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্যও। সকালের থেকে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বাইপ্যাপ সাপোর্টে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। ডাক্তার ফুয়াদ হালিম প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসার দায়িত্বে রয়েছেন।