৭ টায় বাংলা (১): বুধবার সন্ধেয় উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘ইয়াস’, সতর্কতায় বাতিল ৪১টি ট্রেন
শনিবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়। আজ সকাল ১১.৩০টায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দিঘা থেকে দক্ষিণ-দক্ষিণ পূর্বে ৬৭০ কিমি দূরে অবস্থান করছে। কাল সকালেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘ইয়াস’। ২৫ মে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘ইয়াস’। বুধবার সকালেই ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের কাছে পৌঁছবে ঘূর্ণিঝড়।বুধবার সন্ধেবেলা পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়তে পারে ‘ইয়াস’। মঙ্গলবার সন্ধেবেলা ৫০-৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। বুধবার সন্ধেয় ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ১৫৫-১৬৫ কিমি। পারাদ্বীপ ও সাগরের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ইয়াস। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে অতি ভারী বৃষ্টিপাত, হাওড়া, হুগলি, কলকাতাতেও হতে পারে অতি ভারী বৃষ্টি হতে পারে। ২৪-২৬ মে সমুদ্র উত্তাল থাকবে। ঘূর্ণিঝড় ‘ইয়াস’ সতর্কতায় বাতিল ৪১টি ট্রেন।
পর্যটক শূন্য দিঘা, তাজপুরে মোতায়েন এনডিআরএফ, এসডিআরএফ। উড়ছে ড্রোন, নজর রাখছে কপ্টার। সুন্দরবন, বকখালি, ফ্রেজারগঞ্জে চলছে নজরদারি। বাসিন্দাদের সরানো হচ্ছে নিরাপদ স্থানে। উপকূলবর্তী এলাকায় ইতিমিধ্যেই ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর প্রস্তুতি তুঙ্গে। জেলায় জেলায় মাইকে প্রচার শুরু করেছে প্রশাসন। অন্যদিকে কলকাতার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে সতর্ক করতে মাইকে প্রচার শুরু কলকাতা পুলিশ।






























