৭টায় বাংলা (২): কেন্দ্রীয় মন্ত্রীর উপর হামলার ঘটনায় গ্রেফতার ৮ তৃণমূল কর্মী, সাসপেন্ড ৩ পুলিশ অফিসার
মেদিনীপুরের পাঁচখুরি এলাকায় কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িতে হামলা। কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরণের গাড়িতে ভাঙচুর করা হয়। অভিযোগ, রাহুল সিনহার ওপরও হামলা করা হয়েছে। এই ঘটনায় ৮ তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সাসপেন্ড হয়েছেন ৩ পুলিশ অফিসার। বৃহস্পতিবার সকালেই কেন্দ্রীয় মন্ত্রী ও রাহুল সিনহার গাড়িতে হামলার ঘটনা ঘটে।
রাজ্যে ভোট-পরবর্তী হিংসা অব্যাহত। দিনহাটায় আক্রান্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। হাত ভেঙে যায় উদয়ন গুহর, বুকে ও পিঠে চোট। মারধরের জেরে মাথা ফাটল ২ নিরাপত্তা রক্ষীর। আজ সন্ধে ৬ থেকে কাল রাত ১২ পর্যন্ত দিনহাটা বনধের ডাক তৃণমূলের।
শীতলকুচি গুলিকাণ্ডের তদন্তকারী অফিসারকে তলব করল সিআইডি। আজই তাঁকে ভবানী ভবনে তলব করা হয়েছে। সিআইডি সূত্রে খবর, মাথাভাঙা থানার আইসিকে-ও তলব করা হবে। শীতলকুচি গুলিকাণ্ডের তদন্তে ডিআইজি সিআইডি স্পেশাল কল্যাণ মুখোপাধ্যায়ের নেতৃত্বে চার সদস্যের সিট (SIT) গঠন করা হয়েছে।