এক্সপ্লোর
৭টায় বাংলা (২): 'বাংলার ভূমিপুত্রই হবেন মুখ্যমন্ত্রী,' বলছেন অমিত, 'এটা বাঙালি বনাম বাহারি লড়াই' কটাক্ষ সৌগতর
আজ বোলপুরে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন অমিত শাহ। তিনি বলেন, 'এটা নাড্ডার কনভয়ে হামলা নয়, বাংলার গণতন্ত্রের উপর হামলা। বাংলায় হিংসা যত বাড়তে ততই বাড়বে বিজেপি।' উত্তরে সৌগত রায় বলেছেন, কনভয়ে হামলা ন হলে ভাল হত, কিন্তু বিজেপি এমন ভাবে এটা দেখাচ্ছে যেন চিনের সঙ্গে যুদ্ধ হয়েছে।' এছাড়াও সাংবাদিক সম্মেলন একাধিক ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন স্বরাষ্ট্রমন্ত্রী। পালাটা জবাব দিয়েছেন সৌগত রায়। খড়দায় বিজেপি কর্মীর বাড়ি লক্ষ করে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। উত্তর চব্বিশ পরগণার দেগঙ্গায় ভোটার কার্ড সংশোধনে কারচুপির অভিযোগ।






























