এক্সপ্লোর
৭টায় বাংলা (২): 'বিজেপি তৃণমূল সরকারকে উৎখাত করবে, মুখ্যমন্ত্রী হবেন বাংলার কেউ', সাক্ষাৎকারে জানালেন অমিত শাহ
৭টায় বাংলা (২): তৃণমূলে আরও ভাঙন ধরালো বিজেপি। এদিন শুভেন্দু অধিকারী-সহ ১০ বিধায়ক বিজেপিতে যোগ দেন। যোগ দেন এক সাংসদ। এই ১০ জনের মধ্যে ৭ জন তৃণমূলের, দু'জন বামফ্রন্টের আর একজন কংগ্রেসের। এই দলবদল নিয়ে তৃণমূলত্যাগী সাংসদ সুনীল মণ্ডল বলেছেন, 'মানুষের আবেদনে সাড়া দিয়ে এই দলবদল।' বঙ্গ বিজেপি তৃণমূল সরকারকে উৎখাত করবে। মুখ্যমন্ত্রী হবেন বাংলার কেউ। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ঘোষণা অমিত শাহের। শুভেন্দু অধিকারীর সঙ্গে পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। এ নিয়ে অধীর চৌধুরী বলেছেন, 'পুরুলিয়া থেকে বিজেপির টিকিটে যদি ও জিততে পারে, তবে তাঁকে এমএলএ মানবো।' মেদিনীপুরের সভা সেরেই কলকাতায় ফিরেছেন অমিত শাহ। সেই হোটেলেই দলীয় বৈঠক করবেন তিনি। ইতিমধ্যে সেই হোটেলে পৌঁছে গিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী এবং উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। জিতেন্দ্র তিওয়ারির ডিগবাজির পরেই, ভারতীয় জনতা পার্টির কর্মিবৃন্দ নামে তাঁর বিরুদ্ধে ব্যানার পড়ল আসানসোলে। শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা। অন্যদিকে পাণ্ডবেশ্বরে বিধায়কের কার্যালয় পুনর্দখল করলেন বিধায়কের অনুগামীরা।
Tags :
7tay Bangla Bengal BJP WB Polls 2021 With ABP Ananda WB Election 2021 WB Elections 2021 TMC BJP Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda WB Elections WB Polls Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Election Amit Shah Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjee





























