৭টায় বাংলা (২): মহিষাদলে রাস্তায় পড়ে স্বাস্থ্যসাথীর আবেদন, সঙ্গে আরও খবর
পূর্ব মেদিনীপুরের মহিষাদলে কয়েকশো স্বাস্থ্য সাথীর অবেদন পত্র উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য। কোথা থেকে এল এই আবেদন পত্র? তদন্ত করে দেখার আশ্বাস ব্লক প্রশাসনের। আর এই ঘটনায় শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা। আজ বীরভূমে বিজেপির রথ যাত্রার নেতৃত্ব দেন রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। বিজেপির রথ যাত্রা বানচাল করতে বামেদের নবান্ন অভিযানে লোক পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, 'খেলা জানতে হবে, খেলা না জানলে কীভাবে খেলবে? বীরভূমে কোন রাজনৈতিক হিংসা হয়নি, উনি পাগলীর মতো কথা বলছেন।' এছাড়াও কোচবিহারের দিনহাটায় কর্মীসভায় তৃণমূলের জেলা সভাপতির গলায় শোনা গেল 'খেলা হবে' স্লোগান। অন্যদিকে পূর্ব বর্ধমানে বিজেপির রথ পৌঁছাতেই শুরু হল 'খেলা হবে' স্লোগানে গান।






























