এক্সপ্লোর
৭টায় বাংলা (৪): চেনা ভিড় উধাও তারাপীঠে, ভক্তহীন কাশীপুর উদ্যানবাটিতে পালিত কল্পতরু উৎসব
বছরের প্রথম দিন তারাপীঠ মন্দিরে ভক্ত সমাগম। তবে করোনা আবহে ছিল না চেনা ভিড়। মধ্য রাত পর্যন্ত চলবে মাতৃ আরাধনা। নতুন বছরের প্রথম দিনে এদিন তারাপীঠ মন্দিরে পুজো দেন রাজ্যের কৃষিমন্ত্রী। এদিকে, বছরের প্রথমদিন পালিত হল কল্পতরু উৎসব। তবে করোনার জন্য কাশীপুর উদ্যানবাটিতে বন্ধ ছিল ভক্ত সমাগম। তাই ভক্ত সমাগম ছাড়াই আচার মেনে হয়েছে উৎসব পালন।






























