Kolkata Brigade Rally: ভোটে মমতাকে শূন্য করে ছাড়ব, ব্রিগেডের জনসভা থেকে হুঙ্কার আব্বাস সিদ্দিকির
২ ও ৩ মার্চ অমিত শাহের র্যালির দিন পরিবর্তনের সম্ভাবনা। ২ মার্চ উত্তর কলকাতা ও ৩ মার্চ দক্ষিণ কলকাতায় র্যালি ছিল। দিল্লি থেকে রাজ্য নেতৃত্বের কাছে বার্তা, বিজেপি সূত্রের খবর। পরিবর্তিত কর্মসূচি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, বিজেপি সূত্র।
বিধানসভা ভোটের আগে বাম-কংগ্রেস-আইএসএফের ব্রিগেডে জনসভা। জমায়েত দেখে উচ্ছ্বসিত নেতৃত্ব। ‘ব্রিগেডে আগে অনেকবার এসেছি, এমন সমাবেশ দেখিনি। এই সমাবেশ প্রমাণ করছে বাংলায় পরিবর্তন আসন্ন,’ বললেন সীতারাম ইয়েচুরি।
‘বাম ও কংগ্রেসের কাছে অস্তিত্ব রক্ষার লড়াই। তাই আব্বাসকে সঙ্গে নিয়েছে। কিন্তু এসব করে ভোট পাবে না।’ সংযুক্ত মোর্চার ব্রিগেড সমাবেশকে কটাক্ষ তৃণমূল সাংসদ সৌগত রায়ের।
‘আগামী দিন বিজেপি ও বিজেপি সরকারের টিম মমতাকে উৎখাত করব। ভোটে মমতাকে শূন্য করে ছাড়ব’, ব্রিগেডের জনসভা থেকে হুঙ্কার আব্বাস সিদ্দিকির।
বামেদের ব্রিগেডকে গুরুত্ব দিতে নারাজ ফিরহাদ হাকিম। ‘বাম ও কংগ্রেস অস্তিত্ব রক্ষার লড়াই চালাচ্ছে। বাংলার মানুষের আস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই’, প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের।
বাম-কংগ্রেসের ব্রিগেড সমাবেশে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠল হুগলিতে। ব্রিগেডমুখী কর্মী-সমর্থকদের অভিযোগ, গ্যাসের ট্যাঙ্কার, লরি দিয়ে রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। যদিও এই অভিযোগ মানতে নারাজ পুলিশ প্রশাসন।