এক্সপ্লোর
৭টায় বাংলা (৩): কোভিশিল্ডের জরুরি প্রয়োগে ছাড়পত্র ড্রাগ কন্ট্রোলারের, আজ রাজ্যে দুই কোম্পানি সিআরপিএফ
অক্সফোর্ডের কোভিশিল্ড টিকার জরুরি প্রয়োগে ছাড়পত্র দিল ড্রাগ কন্ট্রোলার। নববর্ষে দেশজুড়ে এই সুখবরে উচ্ছ্বসিত বিশেষজ্ঞরা। কাল থেকে দেশব্যাপী করোনা টিকার ড্রাইরান। ড্রাইরান হবে রাজ্যের তিনটি স্বাস্থ্যকেন্দ্রকে বেছে নেওয়া হয়েছে। ভোটের আগে আজ রাজ্যে আসছে দু'কোম্পানি সিআরপিএফ। বিশিষ্টদের নিরাপত্তার জন্য এই বাহিনীকে পাঠানো হয়েছে। ভোট পর্যন্ত থাকবে সিআরপিএফ। আপাতত দুর্গাপুর ও খড়গপুরে রাখা হবে এই বাহিনীকে। প্রয়োজন মতো ব্যবহার করা হবে। খবর সূত্রের।






























