West Bengal Elections 2021: পদ্মফুল পিষে দেব, জোড়া ফুলে ভরিয়ে দেব, বাঁকুড়ায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়
ভোটের মুখে ক্রিকেট খেলে বাঁকুড়ায় জনসংযোগ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ‘খেলা হবে’ স্লোগান দিয়ে, বিজেপিকে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ। পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছে বিজেপি।
বিধানসভা ভোটের আগে, মুখে মুখে ফিরছে ‘খেলা হবে’ স্লোগান। ভোটমুখী বঙ্গে তোলপাড় ফেলে দিয়েছে ‘খেলা হবে’ এই শব্দবন্ধ। দল প্রার্থী তালিকা ঘোষণা না করলেও, শনিবারই বাঁকুড়ার বিধায়ককে নিয়ে প্রচার শুরু করে দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। ভোটের মুখে রবিবার বাঁকুড়ায় ক্রিকেট খেলে জনসংযোগ সারলেন তৃণমূল সাংসদ। রবিবার সকালে তামলিবাঁধ ময়দানে একটি ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন কল্যাণ বন্দোপাধ্যায়। খেলার মাঠ, আর ভোটের মুখে ‘খেলা হবে’ স্লোগান উঠবে না হয় নাকি! কল্যাণ বলেন, ‘ক্রিকেটের হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় থার্ড সেঞ্চুরি করবেন, ফুটবল হলে হ্যাট্রিক। খেলা হবে, খেলা হবে। পদ্মফুল পিষে দেব, জোড়া ফুলে ভরিয়ে দেব।’
পাল্টা বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার বলেছেন, ‘রাজনীতি করা আর নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টিকে খেলা বলে আমরা মনে করি না। আমরা মানুষের জন্য কাজ করার একটি মাধ্যম বলে মনে করি। ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর হাতে সময় কম। রাজনৈতিক সন্ত্রাস সৃষ্টিকারীদের মাথা গরম হয়ে গেছে। ওরা বলছে ক্রিকেট, ফুটবল, এরপর মার্বেলও খেলতে পারবে না।’
‘খেলা হবে’ এই স্লোগানের শুরুটা করেছিলেন অনুব্রত মণ্ডল। নির্বাচনের মুখে এখন এই স্লোগানই ভোটের ময়দানে ঝড় তুলছে।






























