৭টায় বাংলা (৩): করোনা আবহে সরকারি বাসের সংখ্যা না কমলেও কমছে যাত্রী সংখ্যা
লোকাল ট্রেন পরিষেবা বন্ধ হয়েছে বৃহস্পতিবার থেকেই। করোনা পরিস্থিতিতে শহরে কমছে মেট্রোর সংখ্যাও। কিন্তু এখনই সরকারি বাসের সংখ্যা কমছে না। যদিও ৫০ শতাংশ যাত্রী নিয়ে সরকারি বাস পরিষেবা চালু থাকবে। একই সঙ্গে বাস যাত্রার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক থাকছে। ইতিমধ্যেই সরকারি ও বেসরকারি অফিসেও করোনা মোকাবিলায় কড়া ব্যবস্থা নিয়েছে রাজ্য।
অন্যদিকে করোনা পরিস্থিতিতে কমছে মেট্রোর সংখ্যা। শহরে ৫০ শতাংশ মেট্রো চলবে। কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, শুক্রবার থেকে দমদম-নিউ গড়িয়া রুটে চালানো হবে ১৯২টি মেট্রো। আপাতত সোম থেকে শনি, এই সংখ্যায় মেট্রো চলবে। দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে দিনে ১৩৩টি মেট্রো। এক্ষেত্রেও সোম থেকে শনি এই সংখ্যায় মেট্রো চলবে। রবিবার সব মিলিয়ে ৮২টি মেট্রো চালানো হবে।






























