এক্সপ্লোর
৭টায় বাংলা (৪): ভবানীপুরে পরিত্যক্ত দোকান থেকে উদ্ধার কঙ্কাল, এলাকায় চাঞ্চল্য
এপ্রিলে ঝাড়খণ্ড থেকে আসা আহত দাঁতালের দ্বিতীয়বার অস্ত্রোপচার করে জঙ্গলে ছাড়া হল।
ভবানীপুরে পরিত্যক্ত দোকান থেকে উদ্ধার কঙ্কাল। ঘটনাস্থলে ভবানীপুর থানার পুলিশ। কঙ্কাল পুরুষের না মহিলার, জানার জন্য পাঠানো হয়েছে ময়নাতদন্তে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ আজ দুপুর ৩টে নাগাদ সেই দোকানের ভিতরে এক ব্যক্তি ঢোকে। দোকানে ঢুকেই তিনি সেই কঙ্কাল দেখতে পান। বাইরে এসে চিৎকার শুরু করেন তিনি। এর পরেই খবর যায় ভবানীপুর থানায়। উদ্ধার করে পুলিশের অনুমান ৩-৪ বছরের পুরনো এই কঙ্কাল।






























