7tay Bangla : প্রধানমন্ত্রী আবাস-তালিকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাবার নাম ? কী বলছেন নিশীথ ?
তৃণমূলের বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগের মধ্যেই এবার প্রধানমন্ত্রী আবাস-তালিকায় অমিত শা-র ডেপুটির বাবার নাম থাকার অভিযোগ উঠল। দিনহাটা ১ নম্বর ব্লকের ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে বাড়ি-প্রাপকদের তালিকায় নাম রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবা বিধুভূষণ প্রামাণিকের। এমনই দাবি করেছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। জেলাশাসকের কাছে আবাস-তালিকা থেকে নাম কাটার আবেদন জানানো হয়েছে। গোটাটাই ষড়যন্ত্র, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। গতকাল সাংবাদিক বৈঠক করে তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ দাবি করেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিজেপি রাজনীতি করছে। এবার নিশীথ প্রামাণিকের বাবার নাম উঠেছে আবাস তালিকায়। এটা নিয়ে বিজেপি রাস্তায় নামুক বলে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি। গোটাটাই ষড়যন্ত্র, পাল্টা দাবি করেছে বিজেপি নেতৃত্ব।