Municipal Election: ৭টায় বাংলা : ২২ জানুয়ারির পুরভোট পিছনোর আর্জিতে জনস্বার্থ মামলা, কাল হাইকোর্টে ফের শুনানি| Bangla News
২২ জানুয়ারির পুরভোট (Municipal Election) পিছনোর আর্জিতে জনস্বার্থ মামলা (PIL)। কাল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ফের মামলার শুনানি।
করোনা পরিস্থিতিতে পুরভোট নিয়ে কমিশনকে (Election Commission) চিঠি বামেদের (Left Front)। অবিলম্বে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত নিতে কমিশনকে আর্জি। এই পরিস্থিতিতে পুরভোট করা সম্ভব কিনা, প্রশ্ন বামফ্রন্টের। সর্বদল বৈঠক ডেকে পরিস্থিতি পর্যালোচনা করতে আবেদন।
করোনা পরিস্থিতিতে পুরভোট নিয়ে রাজ্য সরকারের সমালোচনা বিজেপি (BJP) মুখপাত্র শমীক ভট্টাচার্যের।
পুরভোট নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। জানালেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)।
কোভিড পরিস্থিতিতে নির্বাচন কমিশনের বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে আসানসোলে চলছে পুরভোটের প্রচার। জনা পঞ্চাশেক সমর্থক নিয়ে মিছিল ৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) প্রার্থীর। অন্যদিকে, ঢাক ঢোল পিটিয়ে প্রচার সারলেন ৬১ নম্বর ওয়ার্ডের বিজেপি (BJP) প্রার্থী। বিধিভঙ্গের অভিযোগ খারিজ দুই প্রার্থীরই।