পরবর্তী দফার প্রার্থী বাছাইয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে বিজেপির নির্বাচনী কমিটি
বিজেপির বাকি দফার প্রার্থীতালিকা কবে প্রকাশ? তা ঠিক করতে দিল্লিতে জেপি নাড্ডার (JP Nadda) বাসভবনে প্রায় পাঁচ ঘণ্টা বৈঠক করেন পশ্চিমবঙ্গ বিজেপির (BJP) কোর গ্রুপের সদস্যরা। এছাড়াও বৈঠকে ছিলেন অমিত শাহ (Amit Shah)। সন্ধ্যা ৭টা থেকে দিল্লিতে বিজেপির সদর দফতরে নির্বাচনী কমিটির বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই বৈঠকে তৃতীয় ও চতুর্থ দফার নির্বাচনের প্রার্থীতালিকায় সিলমোহর পড়তে চলেছে। কলকাতা থেকে জেলা, সপ্তাহান্তে শনিবাসরীয় প্রচার জমজমাট। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী রাজ চক্রবর্তী। শনিবার তিনি বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করেছেন। তিনি বলেন, ব্যারাকপুরে পা রেখেই আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। স্থানীয় মানুষের ভালবাসা, উন্মাদনা আমাকে বুঝিয়ে দিয়েছে, এই আসনে তৃণমূলের হয় নিশ্চিত। এদিন ব্যারাকপুরের ১৭ নম্বর রেলগেট এলাকার প্রচার করেন রাজ। অন্যদিকে ডেবরায় প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।






























