7tay Bangla: ফের তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি I Bangla News
ফের তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। পূর্ব বর্ধমানের পাণ্ডবেশ্বরের রামনগরে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তার এক কিলোমিটার আগে ফুলবাগান মোড়ে চলছিল তৃণমূলের একটি কর্মসূচি। জিতেন্দ্র তিওয়ারির দাবি, সেখান দিয়ে যাওয়ার সময় তাঁর গাড়ি আটকে দেয় তৃণমূল কর্মী সমর্থকরা। যা ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। তৃণমূলের অবশ্য বক্তব্য, পাণ্ডবেশ্বরের ফুলবাগান মোড়ে দলের মহিলা কর্মীদের একটি অনুষ্ঠান চলছিল। কিছুক্ষণ পর যেতে বললে, কোনওকিছু না শুনে জিতেন্দ্র তিওয়ারির অনুগামীরাই অশান্তি পাকানোর চেষ্টা করেন। পাণ্ডবেশ্বর থানার পুলিশ গিয়ে দু’দলের সমর্থকদের সরিয়ে দেয়। এরপর গাড়ি ঘুরিয়ে চলে যান জিতেন্দ্র তিওয়ারি।
সমস্ত শো
সেরা শিরোনাম
