Modi Brigade Rally: মোদির ব্রিগেডের সভায় যোগ দিতে আসতে শুরু করেছেন বিজেপি সমর্থকরা
আগামিকাল বিজেপির ব্রিগেড সমাবেশে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। কোচবিহার, জলপাইগুড়ি আলিপুরদুয়ার, রামপুরহাট সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতামুখী বিজেপি কর্মীরা। ব্রিগেডে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হ্যাঙ্গার দিয়ে তৈরি হয়েছে মূল মঞ্চ। এখানেই এলইডি দিয়ে তৈরি ভিডিও ওয়াল থাকবে। মূল মঞ্চের পাশেই তৈরি হচ্ছে আরও দুটি মঞ্চ। আজ সকাল থেকেই কলকাতায় আসতে শুরু করেছেন বিজেপি কর্মী, সমর্থকরা। সভাস্থলের ব্যবস্থাপনা খতিয়ে দেখবেন বিজেপি নেতারা। কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় লাগানো হবে জায়ান্ট স্ক্রিন। সেখানে প্রধানমন্ত্রীর ভাষণ শোনানোর ব্যবস্থা থাকছে। আজ প্রথম দু’দফার ৬০টি আসনের মধ্যে ৫৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। প্রথম দুই দফার ভোটের দুটি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। এর মধ্যে অন্যতম খড়গপুর সদর। ২০১৬ সালে এই কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিলেন দিলীপ ঘোষ। রাজ্য সভাপতির জনপ্রিয়তা থাকায় সেখানে ফের দিলীপ ঘোষকেই প্রার্থী করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় নেতৃত্ব।