West Bengal Election 2021: বাকি সব দফায় ৭২ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হবে : কমিশন
করোনা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কমিশন। বাকি সব দফায় ৭২ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হবে, জানিয়ে দিল নির্বাচন কমিশন । শীতলকুচির ঘটনা মাথায় রেখে আগেই পঞ্চম দফা নির্বাচনের ৭২ ঘণ্টা আগে প্রচার শেষ করার নির্দেশ দেয় তারা। এবার বাকি ৩ দফার ক্ষেত্রেও ৭২ ঘণ্টা আগেই শেষ করতে হবে প্রচার। শনিবার ১৭ এপ্রিল পঞ্চম দফার ভোট। তার ৭২ ঘণ্টা আগেই প্রচার বন্ধ হয়েছে। এরপরের দফা ২২ এপ্রিল। তার প্রচার শেষ করতে হবে ১৯ এপ্রিল সন্ধে সাড়ে ৬টার মধ্যেই। তার পরের দফা ২৬ এপ্রিল। সেই দফার প্রচার কর্মসূচি শেষ করতে হবে ২৩ এপ্রিল সন্ধে সাড়ে ৬ টার মধ্যে। শেষ দফার ক্ষেত্রেও নিয়ম তাই। এছাড়াও সন্ধে ৭টা থেকে সকাল ১০ টা পর্যন্ত নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। কমিশনের সিদ্ধান্তের প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেন, 'নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব মেনে সাত দিন সময় নিয়ে তিন দফার নির্বাচন একসঙ্গে করে নিলে সব থেকে ভাল হত।'






























