৭টায় বাংলা (২): ঘূর্ণাবর্তের জেরে রাজ্যজুড়ে রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণ বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্তের অবস্থান। আর এই কারণেই রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। ২ জেলার বেশ কয়েকটি এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, হাওড়া, হুগলির বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানেও। এছাড়াও উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি হবে নদিয়া ও মুর্শিদাবাদের কিছু এলাকায়, জানিয়েছে আবহাওয়া দফতর।
রাস্তা যেন নদী। বর্ষার শুরুতেই ঘাটাল শহরে নামল নৌকা। টানা বৃষ্টিতে জল বেড়েছে শীলাবতী নদীর। এর পাশাপাশি, বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ায় ঘাটাল পুরসভার ১০টা ওয়ার্ড জলমগ্ন। ডিঙি নৌকায় যাতায়াত করছেন পুর এলাকার বাসিন্দারা। অন্যদিকে, ঝুমি নদীর জলস্তর বাড়ায় প্লাবিত ঘাটাল শহর লাগোয়া আশপাশের বিস্তীর্ণ এলাকা। গতকাল নদীর ওপর কাঠের সাঁকো জলের তোড়ে ভেসে গিয়েছে। ঘাটাল শহরের সঙ্গে বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন।