Mamata Banerjee Update: ফের মুখ্যমন্ত্রীর সিটি স্ক্যান, লোহার পোলে ধাক্কার যুক্তি অস্বীকার তৃণমূলের
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শরীরে কোথায় কোথায় চোট রয়েছে? তা নিশ্চিত করতেই এদিন ফের মুখ্যমন্ত্রীর সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যানের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে ফের বাঙ্গুর ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সেসে নিয়ে যাওয়া হয়। সেখানেই মুখ্যমন্ত্রীর রেডিও ডায়াগনোসিস হয়। এই রিপোর্ট নিয়েই বৃহস্পতিবার সন্ধ্যায় বৈঠকে বসবেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা। অন্যদিকে মুখ্যমন্ত্রীর দুর্ঘটনা প্রসঙ্গে লোহার পোলে গাড়ি ধাক্কা লাগার কথা বলেছেন স্থানীয়রা। যদিও সেই যুক্তি মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, লোহার পোলে ধাক্কা লাগলে গাড়ির দরজায় দাগ থাকত। কিন্তু এদিন সেই গাড়ির সামনে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও সৌগত রায় (Saugata Roy) বলেন, বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রী যখন গাড়ির দরজা খুলে মানুষকে নমস্কার জানাচ্ছিলেন তখন কেউ সেই দরজা চেপে বন্ধ করে দেওয়ার কারণেই তাঁর আঘাত লেগেছে।