Morning Walker Attacked: ময়দান এলাকায় প্রাতঃভ্রমণকারীকে ধারাল অস্ত্রের কোপ! গ্রেফতার ২
সাত সকালে ময়দান (Maidan) এলাকায় প্রাতঃভ্রমণকারীকে ধারাল অস্ত্রের কোপ মেরে দামি মোবাইল ফোন ছিনতাই। ভোর সাড়ে পাঁচটা নাগাদ ফোর্ট উইলিয়ামের (Fort William) দক্ষিণ গেটের কাছে এই ঘটনাটি ঘটে। তদন্তের দায়িত্ব নেয় লালবাজারের (Lalbazar) ডাকাতি দমন বিভাগ। ডাকাতি ও অস্ত্রআইনে রুজু হয় মামলা। দুপুরে পুলিশ বেনিয়াপুকুর থেকে অভিযুক্ত দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। ভোরের শহরে প্রাতঃভ্রমণকারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল পরপর তিনটি ঘটনা। ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেটের কাছে প্রাতঃভ্রমণকারী এল তরুণকে ধারাল অস্ত্রের কোপ মেরে দামি মোবাইল ফোন ছিনতাই করল দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে দাবি, এই ঘটনার আগে আরও দুজনের কাছ থেকে ছিনতাই করা হয় মোবাইল ফোন আর টাকা। ৩টি ঘটনাই স্কুটারআরোহী ২ দুষ্কৃতীর কাজ বলে অভিযোগ।






























