Saradha Scam Prob: সারদায় আমানতকারীদের টাকা ফেরাতে কমিটি? ভাবনা কলকাতা হাইকোর্টের
সারদা (Saradha) মামলায় এবার নয়া মোড়। সারদার আমানতকারীদের টাকা ফেরাতে এক সদস্যের কমিটি গড়ার ভাবনা। কমিটি গঠনের ভাবনা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। কবে, কীভাবে, কার নেতৃত্বে কমিটি, চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি হাইকোর্ট। ‘শ্যামল সেন কমিশনের রিপোর্ট কেন পড়ে রেজিস্ট্রার জেনারেলের কাছে? কমিশনের ১৩৮ কোটি টাকা কেন দেওয়া যাবে না আমানতকারীদের? এই টাকা আগেই প্রয়োজনে ব্যবহার করে ফেলেছে রাজ্য। সেই টাকা কেন ফিরিয়ে এনে আমানতকারীদের দেওয়া যাবে না? বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত করে পাওয়া টাকা দেওয়া যায় কি কমিটিকে?’ প্রশ্ন তুললেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। মামলার পরবর্তী শুনানি হবে ২৯ জুন। জানা গিয়েছে, আমানতকারীরা যাতে দ্রুত তাঁদের টাকা ফেরত পায় তার দিকে লক্ষ্য রাখা হবে বলে জানানো হয়েছে হাইকোর্টের তরফে।
কারিগরি শিক্ষার প্রশিক্ষণের খরচে বেনিয়মের অভিযোগেত তদন্তের নির্দেশ দেওয়া হল। কম প্রশিক্ষণ, তাও কীভাবে বরাদ্দের সব টাকা খরচ? খরচ নিয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে নবান্ন সূত্রে খবর। কারিগরি শিক্ষার প্রশিক্ষণের জন্য প্রতি বছর ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। কারিগরি শিক্ষা দফতরের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।