West Bengal Election 2021: ডানকুনি টোলপ্লাজা থেকে গ্রেফতার ভিনরাজ্যের অস্ত্র পাচারকারী, বজবজ, ভাঙড় থেকে উদ্ধার বোমা
তৃতীয় দফার ভোটের মুখে ডানকুনি টোলপ্লাজা থেকে গ্রেফতার ভিনরাজ্যের অস্ত্র পাচারকারী। উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। পুলিশ সূত্রের খবর, ধৃত যুবকের নাম ব্রিজমোহন তিওয়ারি। তিনি ঝাড়খণ্ডের পালামৌয়ের বাসিন্দা। বজবজ, ভাঙড় ও মুর্শিদাবাদের সুতি থেকে উদ্ধার হয়েছে প্রচুর বোমা।
অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার বজবজে অস্ত্র-সহ গ্রেফতার হলেন বিজেপির বুথ সভাপতি। অভিযুক্তকে নিয়ে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালান হয়। পুলিশের দাবি, তল্লাশিতে দু’ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে।
ভোটের মুখে ভাঙড়েও ফের বোমা উদ্ধার হল। ভাঙড় থানার পদ্মপুকুরের মাঠ থেকে ৪১টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ।
বোমা উদ্ধার হয়েছে মুর্শিদাবাদের সূতিতেও। গোপন সূত্রে খবর পেয়ে, সুতির নতুন চাঁদরা এলাকায় একটি আমবাগানে হানা দেয় পুলিশ। সেখান থেকে ২টি কন্টেনার ভর্তি বোমা উদ্ধার হয়।






























