আজ বাংলায়: ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে Mamata Banerjee-মুখে 'খেলা হবে' স্লোগান
অপসারিত হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়। তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রের (Lovely Maitra) স্বামী সৌম্য রায়। "ভোটের কোনও কাজে থাকতে পারবেন না।" হাওড়া গ্রামীণের এসপিকে সরিয়ে নির্দেশ কমিশনের। হাওড়া গ্রামীণের নতুন এসপি শ্রীহরি পাণ্ডে।
নন্দীগ্রামেই বিক্ষোভের মুখে পড়েলন বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের (TMC)। বিশ্বাসঘাতক স্লোগান তুলে বিক্ষোভ দেখানো হয়। গাড়ির মধ্যে শুভেন্দু, বাইরে বিক্ষোভ।
ভোটের দিন ঘোষণার পর এবার নির্বাচনী ইস্তেহার প্রকাশের অনুষ্ঠান থেকেও 'খেলা হবে' স্লোগান দিলেন তৃণমূল নেত্রী। পাল্টা স্লোগানের মধ্যে দিয়েই জবাব দিচ্ছে বিজেপি।
সমস্ত শো
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)