High Court: আধার-ভোটার কার্ড থাকলেই তিনি ভারতীয়? প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আধার-ভোটার কার্ড থাকলেই তিনি ভারতীয়? প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের । 'অনুপ্রবেশকারী অনেক বাংলাদেশি নাগরিকের জাল আধার-ভোটার-রেশন কার্ড আছে' । কেউ কেউ নিজেকে এদেশের নাগরিক প্রমাণ করতে আয়করও দেয়, মন্তব্য বিচারপতির । আমেরিকা থেকে যাদের বের করে দিচ্ছে তাদের অনেকের ক্ষেত্রেও এরকম দেখা যাচ্ছে, মন্তব্য বিচারপতির । অনুপ্রবেশের অভিযোগে এক বছর আগে বর্ধমানের এক দম্পতিকে গ্রেফতার করেছিল পুলিশ । সেই মামলায় মন্তব্য বিচারপতি বসাকের
ভোর ৫.৩৭ মিনিট নাগাদ কেঁপে ওঠে দিল্লির মাটি
দিল্লির পর বিহার। ভোর হতে না হতেই কেঁপে ওঠে রাজধানী দিল্লি, নয়ডা,ফরিদাবাদ,গাজিয়াবাদ , গুরুগ্রাম বিভিন্ন এলাকা।ভোর ৫.৩৭ মিনিট নাগাদ কেঁপে ওঠে দিল্লির মাটি। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই বিহারের সিওয়ানে রিখটার স্কেলে ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। National Centre for Seismology-র দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।



















