আজ বাংলায়: ৩০ জানুয়ারি শহীদ স্মরণে দেশজুড়ে ২ মিনিট নীরবতা পালনের নির্দেশ কেন্দ্রের, 'শান্তিপূর্ণ ভোট করতে জানে কমিশন', CEO সঙ্গে বৈঠকের পর বক্তব্য মুখ্য নির্বাচন কমিশনারের
শহিদ স্মরণে ৩০ জানুয়ারি দেশজুড়ে ২ মিনিট নীরবতা পালন। সকাল ১১: ২ মিনিট নীরবতা পালনের নির্দেশ কেন্দ্রের। সকাল ১০.৫৯-সকাল ১১: দেশজুড়ে বাজাতে হবে সাইরেন। ২ মিনিট নীরবতা পালনের পরে ফের ১ মিনিট সাইরেন। সকাল ১১.০২-১১.০৩: দেশজুড়ে বাজাতে হবে সাইরেন। ‘সঙ্কেত পাওয়ার পরেই সবাইকে উঠে দাঁড়াতে হবে’। স্বাধীনতার লড়াইয়ে প্রাণ বিসর্জন দেওয়া ব্যক্তিদের স্মরণে নির্দেশ কেন্দ্রের।
‘কীভাবে এবারের শান্তিপূর্ণ ভোট করতে হবে, জানে কমিশন।’ সিইও-কে বললেন মুখ্য নির্বাচন কমিশনার, খবর সূত্রের। ‘কবে কী হয়েছে, ডাস্টার দিয়ে মুছে ফেলুন। মনপ্রাণ খুলে কাজ করুন, কমিশনের নির্দেশ মানুন।’ সিইও-কে বললেন মুখ্য নির্বাচন কমিশনার, খবর সূত্রের। কাল সকালে এডিজি আইনশৃঙ্খলার সঙ্গে বৈঠক। আজকের বদলে কাল সকালে নোডাল অফিসারের সঙ্গে বৈঠক। ৩ দিনের সফরে রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। শুক্রবার দুপুর ১টায় নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক।
ভোটার লিস্টে ৪-৫ লক্ষ রোহিঙ্গার নাম রয়েছে। চাঞ্চল্যকর অভিযোগ দিলীপ ঘোষের। অভিযোগ থাকলে নির্বাচন কমিশনে জানান, পাল্টা সুখেন্দুশেখর।