আজ বাংলায়: সভা ও ধর্মীয় অনুষ্ঠানই করোনার সুপারস্প্রেডার, মত কোভিড-১৯ ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান এন কে অরোরার
ভোটের মুখে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ৬ হাজারের কাছাকাছি। এই পরিস্থিতিতে নির্বাচনী প্রচারে কীভাবে কোভিড বিধি মানা যায় তা নিয়ে শুক্রবার সর্বদল বৈঠক ডাকল নির্বাচন কমিশন। জেলা স্তরেও কোভিড বিধি মানা হচ্ছে কি না তা মনিটরিংয়ের নির্দেশ।
রাজনৈতিক সভা, সমাবেশ, ধর্মীয় অনুষ্ঠানে জন সমাগম এবং কৃষক আন্দোলনই হচ্ছে করোনা ভাইরাসের সুপারস্প্রেডার। ভোটের মুখে মন্তব্য কেন্দ্রের তৈরি কোভিড-১৯ ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান এন কে অরোরার। যদিও এই দাবি মানতে নারাজ বিজেপি।
কোচবিহারে গুলিতে নিহত বিজেপি (BJP) সমর্থকের আত্মীয়দের সঙ্গে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সাক্ষাৎ ঘিরে বিতর্ক। বুধবার মাথাভাঙায় তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করেন নিহত আনন্দ বর্মণের দাদু। কিন্তু কিছুক্ষণ পরেই বিজেপির পার্টি অফিসে গিয়ে সুর বদলে ফেলেন তিনি। এই মৃত্যু নিয়ে তৃণমূল-বিজেপি টানাপোড়েন অব্যাহত রয়েছে।






























