এক্সপ্লোর
Advertisement
আজ বাংলায়: মঙ্গলকোটে তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুন, কাঠগড়ায় বিজেপি
কৃষকদের ট্রাক্টর র্যালি ঘিরে দিল্লিতে ধুন্ধুমার। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়ল আন্দোলনকারীরা। পাল্টা বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ফাটাল দিল্লি পুলিশ। একাধিক জায়গায় দু’পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ হয়। ভাঙচুর করা হয় বাস ও ট্র্যাক্টর। প্রজাতন্ত্র দিবসে জাতীয় স্মারকেও পৌঁছয় বিক্ষোভের আঁচ। স্বাধীনতা দিবসে যেখানে পতাকা ওড়ে, সেখানে উড়ল আন্দোলনকারী কৃষকদের পতাকা। পুলিশের দাবি, কৃষকদের হিংসাত্মক আন্দোলনে তাদের ৮৩ জন আহত হয়েছে। পুলিশকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, দিল্লির আইটিও এলাকায় ট্র্যাক্টর উল্টে একজন আন্দোলনকারী কৃষকের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে রাত ১২টা পর্যন্ত সিন্ধু, টিকরি, গাজিপুর সীমানা-সহ রাজধানীর পাঁচটি জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় একাধিক মেট্রো স্টেশন। দিল্লির পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে দিনভর অশান্তির পর রাতে সংযুক্ত কিষাণ মোর্চা জানিয়েছে, ট্রাক্টর র্যালি প্রত্যাহার করা হচ্ছে। আন্দোলনকারীদের বিক্ষোভস্থল ছেড়ে যাওয়ারও আবেদন জানানো হয়েছে।
দুই নয়, এক জায়গাতেই ভোটে দাঁড়াতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। নন্দীগ্রামে ফের সভা করে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। নরেন্দ্র মোদি কেন দু-জায়গায় দাঁড়িয়েছিলেন? পাল্টা প্রশ্ন তুলেছে তৃণমূল।
সোনারপুরে বিজেপির নির্বাচনী অফিসের উদ্বোধন ঘিরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। দিলীপ ঘোষের সামনেই হাতাহাতিতে জড়াল দু’পক্ষ। তদন্ত করে কালকের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। এনিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে শাসক দল।
মঙ্গলকোটে তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুন। বিজেপির বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ। ‘জনসভায় সৌমিত্র খাঁ-র উস্কানিমূলক মন্তব্যের পরই হামলা।’ রড, বাঁশ দিয়ে বেধড়ক মারা হয়, দাবি তৃণমূলের। তৃণমূলের গোষ্ঠীকোন্দলে দুষ্কৃতীর মৃত্যু, দাবি বিজেপির।
দুই নয়, এক জায়গাতেই ভোটে দাঁড়াতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। নন্দীগ্রামে ফের সভা করে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। নরেন্দ্র মোদি কেন দু-জায়গায় দাঁড়িয়েছিলেন? পাল্টা প্রশ্ন তুলেছে তৃণমূল।
সোনারপুরে বিজেপির নির্বাচনী অফিসের উদ্বোধন ঘিরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। দিলীপ ঘোষের সামনেই হাতাহাতিতে জড়াল দু’পক্ষ। তদন্ত করে কালকের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। এনিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে শাসক দল।
মঙ্গলকোটে তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুন। বিজেপির বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ। ‘জনসভায় সৌমিত্র খাঁ-র উস্কানিমূলক মন্তব্যের পরই হামলা।’ রড, বাঁশ দিয়ে বেধড়ক মারা হয়, দাবি তৃণমূলের। তৃণমূলের গোষ্ঠীকোন্দলে দুষ্কৃতীর মৃত্যু, দাবি বিজেপির।
সমস্ত শো
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement