আজ বাংলায়: রাজ্যের সব সংযোগকারী রাস্তার মেরামতি ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর ও অন্য খবর
দৈনিক করোনা সংক্রমণে রাজ্যে নতুন রেকর্ড। ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ হাজার ৩৭০ জন। মৃত্যু হয়েছে ৬৩ জনের। উদ্বেগ বাড়ছে কলকাতা এবং উত্তর ২৪ পরগনাকে নিয়ে। কলকাতায় ২৪ ঘণ্টায় সংক্রমিত ৭৪২ জন। মৃত্যু হয়েছে ১৬ জনের। বাড়ছে দৈনিক সুস্থতার সংখ্যাও। সুস্থতার হার বেড়ে প্রায় ৮৮ শতাংশ। ভোট লুঠ করতে এলে একজনকেও হেঁটে বাড়ি ফিরতে দেবেন না। পাথরপ্রতিমার সভায় নিদান দিলীপ ঘোষের। বাংলায় ভোট লুঠ হয় না, পাল্টা দাবি ফিরহাদের। ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণ মেলেনি। হাওড়ার সালকিয়ায় শ্মশানের প্রতীক্ষালয়ে আশ্রয় নিয়েছে পাঁচ পরিবার। এই নিয়ে শাসকদলকে নিশানা বিজেপির। রাজ্যের সব সংযোগকারী রাস্তার মেরামতি ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে, খড়গপুরে প্রশাসনিক সভা থেকে নির্দেশ মুখ্যমন্ত্রীর।






























