Aaj Banglay: খেজুরিতে তৃণমূল সদস্যের বাড়িতে বিস্ফোরণ, তৃণমূল নেতা গ্রেফতার ।Bangla news
খেজুরিতে তৃণমূল সদস্যের বাড়িতে বিস্ফোরণ, তৃণমূল নেতা গ্রেফতার। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ ৩জনকে গ্রেফতার করল এনআইএ। ৩ জানুয়ারিতে খেজুরির পঃ ভাঙনবাড়ি গ্রামে হয় বিস্ফোরণ। বিস্ফোরণে ১ তৃণমূলকর্মীর মৃত্যু, আহত হন আরও ৭জন। খেজুরি থেকেই পঞ্চায়েত প্রধান ছাড়াও আরেক তৃণমূলকর্মী গ্রেফতার। বিস্ফোরণ জড়িত থাকার অভিযোগে আরও একজন গ্রেফতার। কাল ধৃত ৩জনকেই তোলা হবে এনআইএ-র বিশেষ আদালতে
মাও-আতঙ্কের মধ্যেই বেলপাহাড়ির জঙ্গলে খুন! ভুলাভেদার শ্যামনগর জঙ্গলে মৃতদেহ উদ্ধার ঘিরে আতঙ্ক। মাথার পিছনে আর পিঠে ধারাল অস্ত্রের আঘাত। জুয়া খেলা নিয়ে বিবাদের জেরে খুন বলে দাবি পুলিশের।
এবার ঝালদার নিহত তপন কান্দুর পরিবারের বিরুদ্ধেই চাপ সৃষ্টির অভিযোগ তুললেন তৃণমূল কর্মী ভীম তিওয়ারি। যাঁর বিরুদ্ধে গতকাল খুনের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছিলেন নিহত তপন কান্দুর ছেলে। আজ সিবিআই ভীম তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করে। এদিনই ঝালদার ২ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে কংগ্রেস।