আজ বাংলায়: আগামীকাল থেকে দেশে শুরু আনলক ৫, রাজ্যে করোনায় বাড়ল দৈনিক সংক্রমণের সংখ্যা
করোনা মোকাবিলায় কাল থেকে শুরু আনলক ৫। ১৫ অক্টোবর থেকে শর্তসাপেক্ষে বিনোদনে ছাড় কেন্দ্রের। ৫০ শতাংশ দর্শক নিয়ে খুলতে পারবে সিনেমা হল। ১৫ অক্টোবর থেকে শর্তসাপেক্ষে খোলা যাবে বিনোদন পার্ক। প্রশিক্ষণের জন্য স্বাস্থ্য বিধি মেনে খোলা যাবে সুইমিং পুল। কী কী বিধি মেনে ছাড়? পরে ঘোষণা করবে স্বরাষ্ট্রমন্ত্রক। ১৫ অক্টোবর থেকে খোলা যাবে স্কুল, কোচিং সেন্টার। অন্যদিকে রবিনসন স্ট্রিটের ছায়া বেলুড়ে। ভাই-বোনের পচাগলা দেহ আগলে আর এক বোন। দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের। দরজা ভেঙে উদ্ধার। ৩ জনই মানসিক ভারসাম্যহীন, দাবি স্থানীয়দের। একই অনুমান পুলিশের। পাশাপাশি প্রায় সাড়ে ২১ লক্ষ টাকা খরচে তৈরি স্কুলের নতুন বাড়িতে বড়সড় ফাটল। আতঙ্কিত অভিভাবকরা। পূর্ব বর্ধমানের কাটোয়ার ঘটনা। এনিয়ে খোদ দলের নেতাদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছেন তৃণমূলের বুথ কমিটির সদস্য। শাসক-দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় কটাক্ষ বিজেপির। অন্যদিকে রাজ্যে একদিনে বাড়ল করোনার সংক্রমণ, কমল মৃত্যু। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত বেড়ে ৩ হাজার ২৮১। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে ৫৯ জনের মৃত্যু।