Aj Bangla: 'আচার্য পদে নিয়োগ করা হোক শিক্ষাবিদকে', মন্ত্রিসভার অনুমোদনের প্রতিবাদে বাম ছাত্র সংগঠন।Bangla News
২৬ জুন পুরুলিয়ার ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন। নিহত কাউন্সিলরের ভাইপোকে প্রার্থী করল কংগ্রেস। নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ভাইপোকে প্রার্থী করল কংগ্রেস। ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দু।
পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনে গ্রেফতার আরও ১। ধৃতের নাম জিয়ারুল মণ্ডল। অনুপম-খুনে ধৃতের সংখ্যা বেড়ে ৩। ১৩ মার্চ পানিহাটিতে গুলি করে খুন করা হয় তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে। আজই ৮ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দেন অনুপমের স্ত্রী।
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে মুখ্যমন্ত্রীকে আচার্য চেয়ে মন্ত্রিসভার অনুমোদনের প্রতিবাদে বাম ছাত্র সংগঠন ডিএসও। কলেজ স্ট্রিটে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ। আচার্য পদে কোনও শিক্ষাবিদকে নিয়োগের দাবি। অন্যদিকে একই ইস্যুতে কলেজ স্ট্রিটে প্রতিবাদ মিছিল করে এসইউসিআই।