আজ বাংলায়: পকেটমারির অভিযোগে ধৃত অভিনেত্রী রূপা দত্তর জামিনের আবেদন খারিজ করল আদালত | Bangla News
পকেটমারির অভিযোগে ধৃত বলিউডের অভিনেত্রী রূপা দত্তর (Rupa Dutta) জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। পাল্টা, জামিনের বিরোধিতা করেন সরকারি আইনজীবী। বৃহস্পতিবার পর্যন্ত অভিনেত্রী রূপা দত্তর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
হুগলির (Hooghly) ১২টি পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা। ১২টি পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করল তৃণমূল। বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান হচ্ছেন আদিত্য নিয়োগী। বাঁশবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারপার্সন হচ্ছেন শিল্পী চট্টোপাধ্যায়।
ঘরছাড়া ও আক্রান্তদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় রাজ্য পুলিশের DGকে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ১৯ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে।
সিবিআইয়ের কাছে হাজিরার ২৪ ঘণ্টা আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অনুব্রত মণ্ডল। শুক্রবার তাঁর রক্ষাকবচের আর্জি খারিজ করে দেয় আদালত। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি।
তুফানগঞ্জে সিভিক ভলান্টিয়ারকে মারধর, দোকানে হামলার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল প্রধান-সহ ১০ জন। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ উঠল। হামলার অভিযোগ অস্বীকার করেছেন ধৃত তৃণমূল নেতা। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।