Aj Banglay: ঝালদা হত্যাকাণ্ডে সিবিআইয়ের প্রথম গ্রেফতার। Bangla News
ঝালদা হত্যাকাণ্ডে সিবিআইয়ের প্রথম গ্রেফতার। ধৃত ধাবা ব্যবসায়ী সত্যমান প্রামাণিক। নিহত কংগ্রেস কাউন্সিলরের দাদা নরেন কান্দুর ব্যবসার অংশীদার। ওই ব্যবসায়ীর ধাবায় বসেই খুনের পরিকল্পনা করা হয়েছিল বলেই সিবিআই-এর দাবি। সুপারির টাকা থেকে ভাগ নেন সত্যবান।
ছাত্র সংসদের দখল নিয়ে হাওড়ার সাঁতরাগাছিতে কলেজে দু’দল ছাত্রদের মধ্যে সংঘর্ষ। অভিযোগের তির তৃণমূল ছাত্র পরিষদেরই দু’টি গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনায় দু’পক্ষেরই কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি মুখ্যমন্ত্রীর দফতর, শিক্ষা দফতরে জানানো হয়েছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ।
মুর্শিদাবাদের ফরাক্কায় গ্রাহক সেজে ব্যাঙ্ক ডাকাতি। ঝাড়খণ্ডের দিকে পালানোর চেষ্টা। কয়েক কিলোমিটার ধাওয়া করে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে বস্তা ভর্তি টাকা, আগ্নেয়াস্ত্র ও মোটরবাইক






























