আজ বাংলায়: 'WHO-র ওয়েবসাইটে ভারতের মানচিত্রে নেই জম্মু-কাশ্মীর, আলাদা লাদাখ-অরুণাচল প্রদেশ', সরব শান্তনু সেন | Bangla News
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ওয়েবসাইটে থাকা ভারতের মানচিত্র নিয়ে তুমুল বিতর্ক। প্রধানমন্ত্রীকে (Narendra Modi) চিঠি দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। ফেসবুকে পোস্ট করে সরব রায়বরেলির এইমস-এর (AIIMS) এক বাঙালি চিকিৎসকও। ‘হু’র দেওয়া ভারতের মানচিত্রে নেই জম্মু-কাশ্মীর। আলাদা দেখানো হয়েছে লাদাখ, অরুণাচল প্রদেশ। জম্মু-কাশ্মীর ও লাদাখের অংশে ক্লিক করলেই মিলছে পাকিস্তানের কোভিড-তথ্য’, দাবি তৃণমূল সাংসদ শান্তনু সেনের (Shantanu Sen)।
এই প্রসঙ্গে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, "পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র। যেভাবে ভারত কোভিড পরিস্থিতির মোকাবিলা করেছে, তা আন্তর্জাতিক ক্ষেত্রে অনেকেই মেনে নিতে পারছে না। ভারত সরকারের অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত।"
উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) ইছাপুরে তৃণমূল (TMC) নেতাকে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন বিজেপির (BJP) ব্যারাকপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি বিজয় মুখোপাধ্যায়। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। ধৃতের পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ ব্যারাকপুর মহকুমা আদালতের।
জলপাইগুড়ির ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনার (Mainaguri Train Accident) তদন্তে প্রকাশ্যে এল একটি অডিও ক্লিপ। যাতে স্টেশন মাস্টারের সঙ্গে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের (Bikaner-Guwahati Express) চালকের কথোপকথন শোনা যাচ্ছে বলে দাবি। ট্রেনে স্ফুলিঙ্গ দেখা নিয়ে সতর্ক করা হয় চালককে। যদিও অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।