আজ বাংলায়: নিয়ম ভাঙাই যেন নিয়ম, জেলায় জেলায় এখনও করোনা বিধিভঙ্গের ছবি স্পষ্ট | Bangla News
কোভিড কালে নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল। ঢাকি, রণপা সহযোগে মিছিল করলেন বিধাননগরের (Bidhannagar) ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) প্রার্থী। ওই ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীর প্রচারেও ছিলেন পাঁচজনের বেশি কর্মী, সমর্থক।
নন্দীগ্রামে (Nandigram) তৃণমূলের (TMC) অঞ্চল সম্মেলনেই কোভিড বিধি লঙ্ঘনের ছবি! অনেকের মুখে দেখা গেল না মাস্ক! ছিল না দূরত্ববিধিও! আর এ নিয়েই তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। যদিও তৃণমূলের দাবি, বিধি মেনেই করা হয়েছে সম্মেলন।
শিলিগুড়ির (Siliguri) পুরভোটে বামেদের নির্বাচনী ইস্তেহারে মহিলাদের গুরুত্ব। মহিলা ভোটারদের টানতে একগুচ্ছ পরিকল্পনার কথা বলা হয়েছে। যা নিয়ে, কটাক্ষ করেছে তৃণমূল। পাল্টা, শহরের যানজট সমস্যাকে হাতিয়ার করছে বিজেপি।
উদ্বোধনের পর কেটে গিয়েছে এক বছর। কিন্তু এখনও আলো জ্বলেনি আলো হাবে। দোকান হাতে পাননি শিল্পীরা। চন্দননগর পুরভোটের (Chandanagar Municipal Election) আগে আলো হাব নিয়ে শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। খুব তাড়াতাড়ি দোকান পাবেন শিল্পীরা, আশ্বাস প্রাক্তন পুর প্রশাসকের।