Fake IAS Debanjan Deb: দেবাঞ্জনকে নিয়ে মাদুরদহর বাড়িতে আড়াই ঘণ্টা ধরে তল্লাশি পুলিশের, উদ্ধার একাধিক নথি
টালিগঞ্জের স্টুডিওপাড়াতেও যাতায়াত ছিল দেবাঞ্জনের। গান রেকর্ডিংয়ের সূত্রে যাতায়াত শুরু। স্টুডিওপাড়ায় একটি অ্যাসোসিয়েশনে পদের জন্যও আবেদন করে দেবাঞ্জন। ১০ জানুয়ারি টালিগঞ্জের ক্রিকেট টুর্নামেন্টেও হাজির ছিল সে। সিনে ফেডারেশনের আয়োজিত টুর্নামেন্টে জানানো হয় সংবর্ধনাও। সেখানেও পুরসভার জয়েন্ট কমিশনার পরিচয় দেয় দেবাঞ্জন।
দেবাঞ্জনকে সঙ্গে নিয়েই মাদুরদহের বাড়িতে পুলিশ। কথা পরিবারের সঙ্গে। বাজেয়াপ্ত নথি।
পড়ুয়া অবস্থাতেই প্রতারণার হাতেখড়ি। সিনেমায় সুযোগ পাইয়ে দেওয়ার নামে শিক্ষকের থেকেও টাকা হাতায় দেবাঞ্জন। এমনই অভিযোগ অ্যান্ড্রুজ কলেজের প্রাক্তন ল্যাব কর্মীর। যুগ্ম কমিশনার পরিচয় দিয়ে বোনের বন্ধুদেরও ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পে নিয়ে যায় দেবাঞ্জন।
ড্রেসকোড ঠিকমতো না মানায় নিজের ভুয়ো সংস্থার কর্মীকে মার। চালকের সঙ্গে দুর্ব্যবহার। মুখ খুললে অন্যত্র পাঠিয়ে দেওয়ার শাসানি। দেবাঞ্জনের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন তার চালক ও কর্মীরা।
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের জের, কাল সরকারি, বেসরকারি হাসপাতাল ছাড়া সব ভ্যাকসিনেশন ক্যাম্প বাতিল। শুধু সরকারি, বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রেই মিলবে টিকা। কাল কোনও বেসরকারি ভ্যাকসিনেশন ক্যাম্প হবে না। কাল দুপুরে স্বাস্থ্যভবনে উচ্চপর্যায়ের বৈঠক। বেসরকারি ভ্যাকসিনেশন ক্যাম্পের ভবিষ্যৎ নিয়ে বৈঠকের পর গাইডলাইন প্রকাশ করবে রাজ্য। গাইডলাইন প্রকাশ না হওয়া পর্যন্ত বন্ধ সব বেসরকারি ভ্যাকসিনেশন ক্যাম্প। স্বাস্থ্যভবনের তরফে জানানো হল সব বেসরকারি সংস্থাকে।