আজ বাংলায়: আনিস মৃত্যুতে জড়িতদের শাস্তির দাবিতে ফের পথে নামল বাম ছাত্র-যুব সংগঠন | Bangla News
আনিস খান (Anish Khan) খুনে অভিযুক্তদের শাস্তির দাবিতে ফের পথে নামল বাম ছাত্র-যুব সংগঠন। আলাদাভাবে প্রতিবাদ মিছিল করল আইএসএফ। সঠিক বিচার না পেলে জোরাল আন্দোলনের হুঁশিয়ারি দিলেন নওসাদ সিদ্দিকি।
কাঁথি পুরভোট মামলায় হাইকোর্টে (Calcutta High Court) ধাক্কা খেল বিজেপি। কাঁথির ভোট গণনায় স্থগিতাদেশ দিল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিজেপির আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ফলে, বুধবার নির্দিষ্ট দিনেই হবে কাঁথি পুরসভার ভোট গণনা। তবে, মামলার ফলাফলের ওপর নির্ভর করবে কাঁথি পুরভোটের ভাগ্য।
পুরভোটে খবর সংগ্রহ করতে গিয়ে মার খেয়েছে এবিপি আনন্দ-সহ তিনটি সংবাদমাধ্যমের ৯জন প্রতিনিধি। এবার তা নিয়ে মুখ খুললেন সৌগত রায় (Saugata Roy)। সংবাদমাধ্যমের ওপরে হামলার ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন বিশিষ্টরাও।
ইউক্রেনে রুশ হামলায় আহত আরও এক ভারতীয় ছাত্র। ক্ষেপণাস্ত্র হানায় নিহত কর্ণাটকের মেডিক্যাল পড়ুয়া। তাঁর সঙ্গেই খাবার কিনতে গিয়ে আহত আরও এক।