Delhi News: দিল্লিতে কোন স্কুলে কতজন পড়ুয়া বাংলাদেশি? খুঁজে বের করতে নির্দেশিকা জারি দিল্লি পুরসভার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: দিল্লিতে কোন স্কুলে কতজন পড়ুয়া বাংলাদেশি? খুঁজে বের করতে নির্দেশিকা জারি দিল্লি পুরসভার। বাংলাদেশিদের থেকে জবরদখলমুক্ত করতেও পদক্ষেপের নির্দেশ। দিল্লির স্কুলে বাংলাদেশির খোঁজ
আরও খবর...
জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ অমান্য করে, রবীন্দ্র সরোবরে বেআইনি নির্মাণের অভিযোগ লেক লাভার্স ফোরাম ও প্রাতর্ভ্রমণকারীদের একাংশের। যদিও অভিযোগ খারিজ করে রক্ষণাবেক্ষণের কাজ চলছে বলে দাবি করেছেন ফিরহাদ হাকিম। কাজ বন্ধ না হলে, আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশকর্মীদের একাংশ।
ভুয়ো ভারতীয় পাসপোর্ট কাদের হাতে চলে গিয়েছে? ভুয়ো শংসাপত্র তৈরি করতে কি পোস্ট অফিসের মতো পুরসভাগুলিকেও ব্যবহার করা হচ্ছে? মাল পুরসভাকে দেওয়া সিবিআইয়ের চিঠি ঘিরে সামনে এল চাঞ্চল্যকর সব তথ্য। তবে কি সর্ষের মধ্যেই লুকিয়ে রয়েছে ভূত? উঠছে এই প্রশ্নই।
বন দফতর ও পুলিশের পাশাপাশি, এবার ঝাড়গ্রামে বাঘের খোঁজে নামল আধা সামরিক বাহিনী। CRPF-এর ১৮৪ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা গতকাল থেকেই কাঁকড়াঝোড়ের বিভিন্ন এলাকায় রুটমার্চ শুরু করেছেন। সঙ্গে রয়েছে CRPF-এর স্নিফার ডগ ‘গোল্ডি’। বেলজিয়ান প্রজাতির এই স্নিফার ডগ শক্তিশালী বিস্ফোরক IED খুঁজতে যেমন সক্ষম, তেমনই ৫০০ মিটারের মধ্যে কোনও হাতি, বাঘ, সিংহের মতো বন্যপ্রাণী থাকলে, তারও হদিশ দিতে পারে। ঝাড়গ্রামে এখন পর্যটনের ভরা মরসুম। যেখানে বাঘিনী যমুনা রয়েছে বলে জানা গেছে, তার আশপাশে কয়েক কিলোমিটারের মধ্যে রয়েছে একাধিক হোম স্টে, রিসর্ট, হোটেল। আতঙ্কিত পর্যটকরা।